শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসেনাবাহিনীর পক্ষ থেকে রংপুরের গঙ্গাচড়ার তিস্তার দুর্গম চরে ১২০ পরিবারের মাঝে ত্রাণ...

সেনাবাহিনীর পক্ষ থেকে রংপুরের গঙ্গাচড়ার তিস্তার দুর্গম চরে ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জয়নাল আবেদীন: বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নে তিস্তার দুর্গম চরে ১শ ২০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। চলমান করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় এবং নদী ভাঙ্গন পরিবারে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে ।সেনাবাহিনীর সূত্র জানান, তাদের এ কার্যাক্রম অব্যাহত থাকবে। আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে বলেও জানান তারা। এছাড়াও জেলার বিভিন্ন চরে চিকিৎসা সেবা কার্যক্রম ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। নোহালী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটু বলেন, এই ইউনিয়নের বেশী ভাগ মানুষ নদী ভাঙ্গনের শিকার। হাজার একক জমি নদীতে চলে যাওয়ায় বেশীর ভাগ মানুষ আজ অসহায়।এই অসহায় পরিবার গুলোকে সেনাবাহিনী ত্রাণ দেওয়ায় নদীর পাড়ের মানুষরা খুশি। তিনি বলেন আমি পরিবার গুলোর জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করছি সেনাবাহিনী আমার আবেদনে সারা দিয়েছে। নদী ভাঙ্গন নিয়ে জেলা প্রসাশক মহোদয়কে আবেদন দিয়েছি। আশা করি তিনি দ্রুত সমাধান করবেন।রংপুর জোনের সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত বলেন, করোনা পরিস্থিতিতে তিস্তা চরের নদী ভাঙ্গন ও অসহায় পরিবার গুলো জন্য তিস্তা চরে খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। সামাজিক দূরত্ব নিশ্চিতে করে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments