শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় নতুন আরও ৩ জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

সাঁথিয়ায় নতুন আরও ৩ জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় আরও ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তদের বাড়িগুলো লকডাউনসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করলেন উপজেলা প্রশাসন। সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা: মামুন আব্দুল্লাহ জানান, করোনা ভাইরাস সন্দেহে ১১ জুন উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের শিবরামপর, কাশিনাথপুর ইউনিয়নের সাটিয়াকোলা ও ক্ষেতপাড়া ইউনিয়নের পাগলা গ্রামের কয়েকটি পরিবার থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল। সোমবার সন্ধ্যায় নমুনা রিপোর্টে ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে এবং বাকীদের নেগেটিভ এসেছে । ঐ দিন রাতেই উপজেলা প্রশাসন বাড়িগুলোর সম্পূর্ণ লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখেন এবং লকডাউন ঘোষনা করেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, আমরা করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িগুলো লকডাউন ঘোষনা করেছি। উপজেলা প্রশাসন ঐ পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফাতেমা তুয জান্নাত, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামানসহ সুধীজন। ওই বাড়ি থেকে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। উল্লেখ্য উপজেলার এ পর্যন্ত ১৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments