শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাপাহার সীমান্তে বিএসএফ’র ককটেলের আঘাতে চিহিৃত চোরাকারবারী নিহত

সাপাহার সীমান্তে বিএসএফ’র ককটেলের আঘাতে চিহিৃত চোরাকারবারী নিহত

বাবুল আকতার: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় বিএসএফ’র ছুড়ে মারা ককটেলের আঘাতে একজন চিহিৃত চোরাকারবারী নিহতের ঘটনা ঘটেছে। আর এই ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ী গ্রামের আদাতলা সীমান্তে। ঘটনার বিরণে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাতে বেশ কিছু চোরাকারবারীর সাথে উপজেলার দক্ষিন পাতাড়ী গ্রামের চিহিৃত চোরাকারবারী আব্দুল বারী (সাহু) (৪৫)ও ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। রাতেই গরু নিয়ে তারা পাতাড়ী গ্রামের আদাতলা বিজিবি ক্যাম্প এর অধিনে ২৪২মেইন পিলার এর ১৩আর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতের ১৫৯বিএসএফ খুঁটা দহ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আব্দুল বারী ককটেল বিদ্ধ হয় আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে সীমান্ত পেরিয়ে নো ম্যান্স ল্যান্ডের পুর্নভবা নদীতে এসে পড়ে যায়। এর পর ভোরেই তার অপর সঙ্গীরা বাড়ীতে সংবাদ দিলে পরিবারের লোকজনেরা নদীর কিনার হতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকল ৭টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র নিয়ে আসে। এসময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পিছনে নিতম্বে একটি ক্ষত দিয়ে প্রচুর পরিমানে রক্ত ঝরায় চিকিৎক ও পুলিশ এটি কোন গুলির আঘাত নয় বলে ধারণা করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে। হাসপাতাল হতে লাশটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। শেষে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আদাতলা বিজিবি ক্যাম্পকমান্ডার সুবেদার আব্দুল হান্নান এর সাথে কথা হলে তিনি জানান যে নিহত ব্যক্তি এলাকায় একজন চিহিৃত ও বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারী সে ওই দিন ভারত অভ্যন্তর হতে গরু নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের খুঁটাদহ ক্যাম্পের বিএএসএফ তাকে লক্ষ করে ককটেল ছুঁড়ে মারলে সে গুরুতর আহত হয়। এর পর তাকে তার পরিবারের লোকজনেরা উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায়। নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিন পাতাড়ী গ্রামের আবুক্কর এর ছেলে বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments