শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে নতুন আরো ৩০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৫৯

টাঙ্গাইলে নতুন আরো ৩০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৫৯

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে নতুন করে আরো ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে। নতুন আক্রান্তরা হলো- নাগরপুরে ১জন, কালিহাতী ২ জন, বাসাইলে ৪ জন, সদরে ১০ জন ও মির্জাপুরে ১৩ জন।

বুধবার (১৭ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ জুন ১০১ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পাঠানো নমুনা থেকে আজ ৩০ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৫৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। আক্রান্ত ব্যক্তিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments