শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে লঞ্চ থেকে যাত্রী নেয়া খেয়া নৌকাডুবি: একজনের মৃত্যু, স্বামী-স্ত্রী নিখোঁজ

বাউফলে লঞ্চ থেকে যাত্রী নেয়া খেয়া নৌকাডুবি: একজনের মৃত্যু, স্বামী-স্ত্রী নিখোঁজ

অতুল পাল: পটুয়খালীর বাউফলে ঢাকা থেকে কালাইয়াগামী দোতলা লঞ্চ ঈগল-৪ থেকে যাত্রী নেমে খেয়া নৌকায় পারাপারের সময় নৌকা ডুবে একজন মারা গেছেন এবং স্বামী-স্ত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া পাঁচটার দিকে বাউফলের নুরাইনপুর লঞ্চঘাটে এঘটনা ঘটেছে। স্থানীয়দের থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পাঁচটার দিকে ঢাকা থেকে আসা ঈগল-৪ লঞ্চটি বাউফলের নুরাইনপুর বাজারে ঘাট দেয়। লঞ্চ থেকে নেমে কয়েকজন যাত্রী ভড়িপাশা যাওয়ার উদ্দেশ্যে ফরিদ প্যদা নামের এক মাঝির খেয়া নৌকায় ওঠেন। নৌকাটি আলগী নদীর মাঝ বরাবর গেলে যাত্রীদের ভাড়ে নৌকাটি একদিকে কাত হয়ে ডুবে যায়। এসময় অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে উপরে ওঠলেও কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের হাফেজ খানের ছেলে আনোয়ার হোসেন খান(৫০) এবং একই গ্রামের আসলাম শরীফ(২৬) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস(২২) নামের তিনজন পানির স্রোতে ভেসে যায়। প্রায় ঘন্টা খানেক খোঁজাখুজির পর আনোয়ার হোসেনের ক্ষতবিক্ষত লাশ লঞ্চের পাখার সাথে আটকানো অবস্থায় উদ্ধার করা হলেও দুপুর একটা পর্যন্ত আসলাম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের কোন খোঁজ মেলেনি। লঞ্চের মাষ্টার মনির হোসেন জানান, মালামাল নামানোর জন্য লঞ্চটি ঘাটেই নোঙ্গর করা ছিল। স্থানীয়রা জানান, পানির স্রোতে আনোয়ারকে লঞ্চের নিচে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নৌকা ডুবির স্থান থেকে লঞ্চ অনেক দুরে ছিল। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সোহাগ ফকির জানান, খেয়া নৌকাটি লঞ্চ থেকে প্রায় ৩০০ ফুট দুরে ডুবে যায়। এক্ষেত্রে লঞ্চ চালকের কোন গাফেলতি পাওয়া যায়নি। নিখোঁজ স্বামী- স্ত্রীকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসতেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যু আনোয়ারের পরিবার থেকে কোন অভিযোগ দেয়া হয়নি এবং মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments