কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে নুর বেগম নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬০বছর। সে উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৌলানা মো: নুরের মাতা বলে জানা গেছে।
জানা যায়, উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এম এস এফ পরিচালনাধীন একটি হাসপাতালে গত কয়দিন আগে নুর বেগম ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন।
শুক্রবার সকাল ১০টার দিকে জানাযা সম্পন্ন হয় বলে ওই ক্যাম্পের মাঝি মো:আলী জানিয়েছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে করোনায় আক্রান্ত হয়ে আরো তিন রোহিঙ্গার মৃত্যু হয়।