আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ধরা পড়ছে বিভিন্ন ওজনের এক সঙ্গে ২৬ টি আষাঢ়ে বোয়াল । বোয়াল মাছ গুলোর ওজন গড়ে ১০ থেকে ২০ কেজি পর্যন্ত হবে।
শনিবার (২০ জুন) ভোর সকালে উপজেলার কালিপুর এলাকায় ফাঁদ পেতে রাখা জালে বোয়াল মাছগুলো ধরা পরে। সকালে তারা দল বেঁধে কাঁধে করে মাছগুলো বাড়িতে নিয়ে আসে। বড় আকারের মাছগুলো ধরার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। ইদানিং নদীতে বড় আকারের মাছ সব সময় পাওয়া যায় না।
মাছ ধরা খানুরবাড়ী গ্রামের জয়েন মন্ডল জানান, শুক্রবার দিবাগত রাতে আমরা ১৭ জন লোক শখের বশে যমুনা নদীর কালিপুর এলাকায় আষাঢ়ে বোয়াল ধরার জন্য প্রস্তুতি নিয়ে যাই। মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে সারারাত নদীতে ওঁত পেতে থাকি। পরে কয়েক ঘন্টার ব্যবধানে একে একে ২৬ টি বোয়াল মাছ আমাদের জালে
আটকে গেলে তা ধরতে সক্ষম হই। তিনি আরো বলেন, এতোগুলো বড় বড় বোয়াল ধরতে পেরে আমরা অনেক খুশি।
উপজেলা মৎস্য অফিসার ড. মোঃ হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে দেশে সকল নদ নদীর মাছ সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় পর্যাপ্ত বিভিন্ন দেশিয় প্রজাতির মাছ ধরা পড়ছে। এক্ষেত্রে দেশের মানুষের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে তেমনি জেলেরা আর্থিক ভাবে লাভবান হবে।