শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলা২৪ ঘণ্টার ব্যবধানে অফিস সহায়কের পর হিসাবরক্ষণ কর্মকর্তার মৃত্যু

২৪ ঘণ্টার ব্যবধানে অফিস সহায়কের পর হিসাবরক্ষণ কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা হিসারক্ষক অফিসের অফিস সহায়কের মৃত্যুর ২৪ ঘণ্টা পর আব্দুল বারেক বকাউল (৫৫) নামে এক হিসাবরক্ষণ কর্মকর্তা মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুজনই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানা গেছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল বারেক বকাউলের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, বারেক বকাউল কয়েকদিন ধরে করোনা ভাইরাসের নানা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন রাত ১১টায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে বারেক বকাউলকে ঢাকা নেওয়ার পথে রাত ৩টায় দিকে তিনি মারা যান।

এর আগে গত ২২ জুন একই অফিসের কর্মচারী (অফিস সহায়ক) রেদওয়ানুল কবির (৩৬) করোনার উপসর্গ নিয়ে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে আব্দুল বারেক বকাউলের দাফনের প্রস্তুতি চলছে। তিনি মতলব উত্তর উপজেলারও হিসাবরক্ষণ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments