জয়নাল আবেদীন: রংপুর মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা আয়োজনে ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে । সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলের মহানগর সভাপতি শাফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করে । সেখানে ২ মিনিট নিরবতা পালন করা হয়।এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রজমান আলী তুহিন, যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহ ময়না এবং মহানগর মহিলা নেত্রী পল্লবী সরকার মালতী, মাজেদা বেগম পিংকি,জানাতুল ফেরদৌস ঝর্ণাসহ রংপুর সিটির ৩৩ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে। বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন ও শোষণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে এ দলটি। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অগ্রণী ভূমিকা পালন করে আওয়ামী লীগ।