শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে গোপনে জঙ্গি তৎপরতা চালানোর সময় গ্রেফতার ৩

রংপুরে গোপনে জঙ্গি তৎপরতা চালানোর সময় গ্রেফতার ৩

জয়নাল আবেদীন: গাইবান্ধার পলাশবাড়িতে গোপনে জঙ্গি তৎপরতা চালানোর সময় তিনজনকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব ১৩। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেটসহ মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, আল আমিন (৩৫), টিপু সুলতান (৩৬) ও গোলাপ মন্ডল (৩৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ গাইবান্ধা জেলার সক্রিয় সদস্য। বৃহস্পতিবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ সাংবাদিকদের জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গাইবান্ধা জেলার পলাশবাড়ির মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা । এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য আল আমিন, টিপু সুলতান ও গোলাপ মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ২০০১ সাল থেকে গোপনে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওই তিনজন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য গ্রহণ সংগ্রহ করে আসছেন বলে জানান। তারা সবাই আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০১ সাল থেকে অত্যন্ত চাটুকারিতার সাথে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতার এসব জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments