বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ডিশ লাইনের তার, ইন্টারনেট তার চুরির গড ফাদার ডিশ সুলতান গ্রেফতার

রংপুরে ডিশ লাইনের তার, ইন্টারনেট তার চুরির গড ফাদার ডিশ সুলতান গ্রেফতার

জয়নাল অবেদীন: রংপুর নগরীতে অব্যাহত ডিশ লাইনের তার, ইন্টারনেট তার চুরির গড ফাদার ডিস সুলতানকে অবশেষে কোতয়ালী থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে । সোমবার নগরির মুলাটোল আমতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান দীর্ঘ দিনে থেকে সুলতানের নেতৃত্বে একটি চক্র নগরীতে ডিশ রাইনের তার ইন্টারনেট অফটিক্যাল ফাইবার চুরি করে আসছে ।৩ জুলাই ভোরে নগরীর একটি হোটেলের সামনের পিলার থেকে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেন রোড প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইন্টারনেট এর তার চুরি হয় । সোমবার সকালে মায়া সাইবার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে কোম্পানীর এজিএম বিশ্বজিত সরকার শিমুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে নগরির সিসি ক্যামেরা ফুটেজ দেখে এক যুবককে শনাক্ত করা হয় । এর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার মোবাইল ট্রাক করে নগরির মুলাটোল আমতলা এলাকা থেকে মালামাল উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয় । এব্যাপারে মায়া সাইবার ওয়ার্ল্ড এর এজিএম বিশ্বজিত সরকার শিমুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন এলাকায় সুলতান ডিস লাইনের অপ্টিক্যাল রিসিভার, অপ্টিক্যাল ফাইবার ক্যাবল রাতের আধাঁরে চুরি করে অন্যদের কাছে বিক্রি করে আসছিল। ঘটনার ধারাবাহিকতায় গত ৩ জুলাই ভোর রাতে আনুমানিক ৫টার দিকে আহার হোটেলের সামনের পিলার থেকে শুরু করে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামন পর্যন্ত এই সুলতান আমাদের কোম্পানীর সকল ইন্টারনেট এর অপটিক্যাল চুরি করে নিয়ে যায় এবং তা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাই এবং থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। কোতয়ালী ওসি সাংবাদিকদের আরো জানিয়েছেন এই তার চুরির সংঘবদ্ধ দলটিকে অচিরেই আমরা গ্রেফতার করতে সক্ষম হবো ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments