শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে তহসিলদারের হাতে বৃদ্ধ সহকারী তহসিলদার লাঞ্চিত

রায়পুরে তহসিলদারের হাতে বৃদ্ধ সহকারী তহসিলদার লাঞ্চিত

বাংলাদেশ প্রতিবেদক: সেবা প্রার্থীর কাছ থেকে নেয়া নামজারীর টাকা ভাগবাটোয়ারা, অসুস্থ্য বৃদ্ধ পরিছন্নতা কর্মীর কিশোর ছেলেকে দিয়ে কাজ করা সহ অফিসের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করায় তহসিলদারের হাতে বৃদ্ধ সহকারী তহসিলদার লাঞ্চিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে (৭ জুলাই) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়। এ ঘটনায় বিচার চেয়ে লাঞ্চিত সহকারী তহসিলদার আলহাজ্ব মোঃ আবুল হাসেম (৬০) তহসিলদার মোঃ বাহা উদ্দিন এর বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করেন। বুধবার সকালে (৮ জুলাই) ওই ইউনিয়ন ভূমি অফিসের সকলকে সহকারী কমিশনার (ভূমি) তার কার্যালয়ে ডেকে ভবিষ্যতে যেন এধরনের কার্যকলাপ না ঘটে সতর্ককরে দিয়ে উভয়কেই মীমাংসা করে দেন। লাঞ্চিত হওয়া সহকারী তহসিলদার আলহাজ্ব মোঃ আবুল হাসেম বলেন, তহসিলদার যোগদানের পর থেকে বিভিন্ন সময় কারণে অকারণে মানষিক ভাবে নির্যাতন করেন। মঙ্গলবার সকালে চরমোহনা গ্রামের একজন সেবা প্রার্থীর কাছ থেকে নেয়া নামজারীর টাকা কম নেওয়ায় আমার কাছে কৈপিয়ত চান তহসিলদার। তাছাড়া পরিছন্নতা কর্মী অফিসে না এসে তার কিশোর ছেলেকে দিয়ে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করিলে তহসিলদার আমাকে অশ্রাব্য ভাষায় গাল-মন্দ করে লাঞ্চিত করে। এসময় উপস্থিত লোকজন বাধা দিলে আমি আমার কক্ষে চলে যাই এবং সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছে বিচার দাবী করলে তিনি উভয়কে ডেকে মীমাংসা করে দেন। অভিযুক্ত তহসিলদার মোঃ বাহা উদ্দিন জানান, অফিসের অসুস্থ্য বৃদ্ধ পরিছন্নতা কর্মীর কিশোর ছেলেকে দিয়ে কাজ করা সহ অফিসের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দিলে সহকারী তহসিলদার আবুল হাসেম তার রুম থেকে আমার রুমে তেড়ে আসে। এঘটনায় আমি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের কাছে অভিযোগ দেই। আবুল হাসেমের আচরন ভালো না। সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী মোবাইল ফোনে জানান, পত্রিকায় দেওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা আমাদের আভ্যন্তরিন বিষয়। যা ঘটেছে তার জন্য উভয়কে ডেকে সতর্ক করে মীমাংসা করে দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments