শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলা১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ায় যমুনা ব্যাংকের ম্যানেজার গ্রেপ্তার

১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ায় যমুনা ব্যাংকের ম্যানেজার গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: গ্রাহকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ম্যানেজার সওগাত আরমানকে (৪৫) গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে বগুড়া শহরের বড়গোলা এলাকায় যমুনা ব্যাংকের শাখা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যাংক ম্যানেজার সওগাত আরমান রংপুর জেলা সদরের কামালকাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর ওই ব্যাংকের বগুড়া শাখায় যোগ দেন বলে জানা যায়।

দুর্নীতি দমন কমিশন বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে। পরে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ব্যাংকের সাবেক ম্যানেজার (বর্তমানে ঢাকায় সংযুক্ত) সওগাত আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন। আত্মসাৎ করা টাকা গ্রাহকদের বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments