শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ৬০ বছর বয়সী এক বৃদ্ধ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সোয়া আটটার দিকে তিনি মারা যান।

আইসিইউতে ভর্তি থাকা কুমিল্লার বরুড়া উপজেলার ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা যান রাত সাড়ে ১১টার দিকে। আর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সোমবার রাত ১১টার দিকে এক নারী এবং কুমিল্লা সদরের কাপ্তান বাজারের এক পুরুষ মারা যান। এ নিয়ে এই হাসপাতালে ৬১ দিনে মারা গেলেন ২৯৪ জন।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১২৭ জন। তাদের মধ্যে ৯৩ জন পুরুষ ও ৩৪ জন নারী। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ৪৪ জন, করোনা ওয়ার্ডে ৬৭ জন এবং আইসিইউতে ১৬ জন রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments