করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ

করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের প্রখ্যাত অর্থপেডিক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম চৌধুরী তসলিম কোভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Previous articleবাউফলে পানিতে ডুবে একই পরিবারের তিন বোনের মর্মান্তিক মৃত্যু
Next articleকুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।