বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বন্যা পানি শুকাতেই ধান চাষে মাঠে নামছেন কৃষকেরা

উল্লাপাড়ায় বন্যা পানি শুকাতেই ধান চাষে মাঠে নামছেন কৃষকেরা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলে অনেক উচু মাঠ থেকে বন্যার পানি শুকাতেই কৃষকেরা রোপা আমন ধানের আবাদ শুরু করেছে। বন্যায় বীজতলা নষ্ট হয়ে গেছে এমন কৃষকেরা তাদের জমিতে কেনা চারা লাগাচ্ছেন। প্রতি পণ (৮০ মুঠো) রোপা আমন ধানের চারা আজ বৃহস্পতিবার দুপুরে ৩শ থেকে ৩শ ২০ টাকা দরে কেনা বেচা হতে দেখা গেছে। উপজেলা কৃষি অফিস ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, গত দিন পাঁচেক হলো বন্যার পানি একটু বেশি মাত্রায় কমছে। এরই মধ্যে অনেক এলাকার উচু মাঠ থেকে বন্যার পানি শুকিয়ে গেছে। উপজেলার সলংগা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পঞ্চক্রোশী, সদর উল্লাপাড়া ইউনিয়নের বন্যার পানি শুকিয়ে যাওয়া উচু মাঠ গুলোয় কৃষকেরা বিভিন্ন জাতের রোপা আমন ধান লাগাচ্ছেন। উল্লাপাড়ায় এবারে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা আছে ৯ হাজার ৩শ ৫০ হেক্টর। বন্যায় বেশির ভাগ কৃষকের রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। সরকারী হিসেবে গোটা উপজেলার প্রায় ৬৫ হেক্টর পরিমান জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। খোজ নিয়ে জানা যায়, ধান চারা লাগানো উপযোগী হয়েছে জমি অথচ চারা নেই। এমন কৃষকেরা চারা কিনে জমিতে লাগাচ্ছেন। উল্লাপাড়া সদরের কাওয়াক মোড়ে বিভিন্ন মোকাম বাজার থেকে ব্যবসায়ীরা বিপুল পরিমান রোপা আমন ধানের চারা বিক্রির জন্য এনেছেন। একাধিক ব্যবসায়ী জানান, বগুড়ার শেরপুর, চান্দাইকোনা, মেঘাই সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এ চারা কিনে আনা হয়েছে। চারা ব্যবসায়ী মোবারক হোসেন জানান, এরমধ্যে স্বর্না, কাটারীভোগ ও বিআর-৩৯ জাতের চারা কৃষকদের চাহিদায় বেশি আনা হয়েছে। প্রতি পণ চারা ৩শ থেকে ৩শ ২০ টাকা কেনা বেচা হতে দেখা গেছে। একাধিক কৃষক জানান, এ দাম অনেক বেশি। নিজেদের চারা নেই বলে বেশি দামের কিনছেন। চারা ব্যবসায়ীদের বক্তব্যে মোকাম বাজার থেকেই তাদের কে বেশি দামে এ চারা কিনতে হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সুবর্না ইয়াসমিন সুমী জানান, এবারের বন্যায় অন্যান্য ফসলের পাশাপাশি কৃষকদের রোপা আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। এ ধানের আবাদে উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমনের ভাসমান বীজতলা তৈরির পরিকল্পনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন কৃষককে বীজতলা তৈরিতে অর্থ এবং উন্নত জাতের ধান বীজ বিনামূল্যে দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments