শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে গাড়ির ট্যাঙ্কে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে গাড়ির ট্যাঙ্কে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ইয়ার্ডে গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আহত মো. রবিউল ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোর শ্রমিকরা বুধবার বেলা ১১টার দিকে কন্টেইনারবগিবাহী বড় ট্রাকের (লরি) তেলের একটি ট্যাংকে ওয়েল্ডিং করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তেলের ট্যাঙ্কি ও গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় ওয়েল্ডিং মিস্ত্রি ও তাঁর দুই সহকারীসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় বিকেলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ইনকনট্রেড কনটেইনার ডিপোর অপারেটর জালাল আহমদ জানান, বিকেলে রবিউলকে ঢাকা নিয়ে যাওয়া হয়। রাতে তিনি মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ কারণে তাঁকে ঢাকায় নিতে বলা হয়েছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments