কামাল সিদ্দিকী: নিখোঁজের ৪ দিন পর পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া একটি লিচু বাগান থেকে রাজন খাতুন (৩৩) নামক এক বিধবা নারীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজন খাতুন উপজেলার গোপালপুর গ্রামের মৃত মুন্না মিয়ার স্ত্রী। শুক্রবার বেলা ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজন জানিয়েছে গত মঙ্গলবার রাত থেকে রাজনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। গ্রামবাসী মাঠে কাজ করতে গিয়ে লিচু বাগানে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে শ্বাষরোধ করে হত্যা করে লিচু গাছের সাথে বেঁধে রেখেছিলো। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সুত্র জানায় ।