কামাল সিদ্দিকী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে পাবনার চাটমোহরে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত শাহাদৎ হোসেন (৩৪) চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের সোহরাব আলীর ছেলে। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শাহাদৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে। পুলিশ বিষয়টি জানতে পেরে এর সত্যতা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে তাকে আটক করে। ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার সেই মামলায় শাহাদৎকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।