শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে কালভার্ট ভেঙে ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে কালভার্ট ভেঙে ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের বাসাইল-নাটিয়াপাড়া সড়কের দক্ষিণপাড়া গারামাড়া বিল সংলগ্ন একটি কালভার্ট ভেঙে গেছে ।বৃহস্পতিবার ভোরে বন্যার পানির প্রবলস্রোতে কালভার্ট ভেঙে যায়। এতে তিন উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানি ফের বৃদ্ধি পাওয়ায় নিন্মএলাকার পা-পথসহ পাকা সড়ক ডুবে যাচ্ছে।তাছাড়া এসব পা-পথে কোথাও কোথাও পানির স্ধেসঢ়;্রাতে বাঁশের তৈরী সাঁকো গুলোও ভেসে যাচ্ছে। গারামাড়া বিলে পানি বৃদ্ধির কারনে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের ওই কালভার্টের নিচ দিয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয়ে বৃহস্প্রতিবার ভোরে হঠাৎ করে ভেঙে যায়।ওই সড়ক দিয়ে বাসাইল উপজেলার,আদাজান,কাঞ্চনপুর,বিলপাড়া,বালিনা,ভোরপাড়া,হাবলা,মির্জাপুর উপজেলার কূর্নী,ফতেপুর,পাটখাগুড়ী,মহেড়া, ভাতকুড়া,আদাবাড়ি এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া,বর্নীসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ যাতায়াত করতো।কালভার্টটি ভেঙে যাওয়ায় ওই সব এলাকার মানুষের বাসাইল সদরের যাতায়াত বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানায,ওই সড়ক দিয়ে বাসাইলের সকল ব্যবসায়ীরা ঢাকা থেকে মালামাল আনা- নেয়া করতো। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় তাদের বিকল্প রাস্তায় বাসাইর সদওে যেতে হবে।এতে সময় খরচ দ’ুটোই বেড়ে যাবে।তারা অতিদ্রুত একটি ব্রীজ নির্মানের দাবী জানিয়েরছন। এব্যাপারে বাসাইল উপজেলা প্রকৌশলী রোজদিদ আহমেদ জানান,১৯৯৫ সালে এলজিইডি ৫ লাখ টাকা ব্যায়ে সাড়ে চার মিটার কালভার্টটি নির্মান করা হয়েছিলো। পূর্বেই এই কালভার্টটি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে এবার এটি ভেঙ্গে গেছে। সরজমিনে আমরা কালভার্টর এলাকা পরিদর্শন করেছি।এখানে ২০ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments