বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম (৩৪) নামে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, ধর্ষণের শিকার দুই নারী সম্পর্কে জা হন। পাঁচ-ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তাদের একজনের পরিচয় হয়। পরিচয়ের সূত্রে সম্পর্কের ফাঁদে ফেলে মনিরুল একেক সময় একেক জায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এরপর ওই নারীর মাধ্যমেই তার জায়ের সঙ্গে মনিরুলের পরিচয় হয়। তাকেও একেক সময় একেক জায়গায় নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই দুই নারী। গতকাল বৃহস্পতিবার সকালে তারা হাজারীবাগ থানায় মনিরুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বৃহস্পতিবার বলেন, গত বুধবার রাতে মনিরুলকে আটক করে থানায় আনা হয়। ধর্ষণের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।