আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে এবার পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কম্পাউন্ডে জেলাব্যাপী এ কর্মসুচীর উদ্বোধন করেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ নুরুল আমিন মিঞা। এসময় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াহীদুজামানসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াহীদুজ্জামান জানান, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৮০০ শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার ৫০০ শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এদিকে জেলার ভূঞাপুর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৭শ ২৫ জন ও ১২ থেকে ৫৯ ২৬ হাজার ১শ ৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর রক্ষমাত্রা নিয়ে আজ থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মহীউদ্দিন।