বাংলাদেশ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক শাহিনুর রহমান সাইতাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি। তিনি বিএনপির সমর্থন নিয়ে নির্বাচিত হন।
রোববার রাতে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, শাহিনুর রহমান থানা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, ৭ই অক্টোবর তারেক আহমেদ নামে একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করা হয়। ওই ছবি নিজের ওয়ালে শেয়ার করেন শাহিনুর রহমান।