শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধি সাইকেল র‌্যালি

রংপুরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধি সাইকেল র‌্যালি

জয়নাল আবেদীন: রংপুরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধি সাইকেল র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নানান শ্লোগান সম্বলিত প্লাকার্ড গলায় ঝুঁলিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সাইকেল র‌্যালি। পরে সমাবেশ থেকে নয় দফা দাবি তুলে, তা কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।বৃহস্পতিবার বেলা বারোটায় রংপুর টাউন হল চত্বর থেকে সাইকেল র‌্যালি বের হয়। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ রংপুর জেলা কমিটি এর আয়োজন করে। দুই ঘণ্টা ধরে সাইকেল র‌্যালিটিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‌্যালি থেকে লিফলেট বিতরণ ও প্রতিবাদি শ্লোগান দেয়া হয়। বেলা দুইটায় দিকে সাইকেল র‌্যালি শেষে রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদে মিলিত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি জুগেশ ত্রিপুরা, সহ- সভাপতি প্রল্লাদ রায়, ছাত্র ফ্রন্ট বেরোবির সভাপতি রিনা মুর্মু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) মহানগরের আহবায়ক সাজু বাসফোর । বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা সমাজে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মাদক, জুয়া, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন বন্ধও পর্নোগ্রাফি বন্ধসহ নয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে নগরীর কারমাইকেল কলেজ রোড লালবাগ মোড় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে সমাবেশ করে সংগঠনটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments