শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ধুম পড়েছে মাছ ধরার

উল্লাপাড়ায় ধুম পড়েছে মাছ ধরার

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরার ধুম পড়েছে। খাল, বিল, মাঠ থেকে বন্যার পানি শুকিয়ে যাচ্ছে। আটকা পড়ছে সব ধরনের মাছ। গ্রামের লোকজন যে যেমন পারছে মাছ ধরতে নেমে পড়ছে। এদের হাতে ধরা পড়ছে দেশীয় সব ধরনের মাছ। এক কেজি দেশি মাছের দাম এখন ৮০ থেকে ১শ টাকা। উল্লাপাড়া উপজেলা অঞ্চলে খাল বিল ছাড়াও সব আবাদি মাঠেই এবারের বন্যা পানি উঠেছিল। এবারে দীর্ঘ মেয়াদী বন্যায় দেশীয় সব ধরনের মাছের ব্যাপক বংশ বিস্তার ঘটেছে। বেশির ভাগ খালবিল ও মাঠ গুলোয় দেশীয় পুটি, টেংরা, চাঁদা, টাকি সহ অন্যান্য মাছে বেশ ভরপুর হয়েছে। গত পাঁচেক হলো খালবিল গুলো থেকে বন্যার পানি বেশি মাত্রায় নামছে। এর পাশাপাশি মাঠ গুলো থেকে বন্যার পানি শুকিয়ে যাচ্ছে। খাল বিল আর মাঠ সব জায়গায় পানি কমতে থাকায় মাছ আটকা পড়ছে। এদিকে গ্রামের বিভিন্ন বয়সী লোকজন প্রতিদিনই খাল বিল মাঠে নেমে মাছ ধরছে। এদের সাথে কম বয়সী ছেলে মেয়েরা এমনকি গ্রাম্য গৃহবধুরাও মাছ ধরছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের প্রথম বেলা থেকেই খাল বিল মাঠে নেমে বহু সংখ্যক লোকজন মাছ ধরছে। এরা জমি থেকে পানি সেচে বের করে দিয়ে এবং খেপলা জাল কিংবা জালি দিয়ে ধরছে মাছ। উপজেলার চরবেড়া, অলিদহ, নাগরৌহা, বাখুয়া, পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় খাল বিল মাঠ গুলোয় দু’দিন হলো গ্রামের লোকজন অনেকটা উৎসব আমেজে মাছ ধরছে। চরবেড়া এলাকায় একটি খালে বিভিন্ন বয়সী পুরুষ-নারী ও শিশুরা মিলে ৩০ থেকে ৩৫ জনকে জাল, জালি ও কাদা হাতরিয়ে মাছ ধরতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার নাগরৌহা এলাকার উত্তরপাড়া মাঠে ঘন্টা দেড়েক সময়ে প্রতিজন জন ১ থেকে দেড় কেজি দেশীয় পুটি ও টাকি সহ অন্যান্য মাছ ধরেছে। এদের অনেকেই জানায়, গতকালও তারা এ পরিমাণ মাছ ধরেছে। এসব মাছ শুটকি করে রাখবে বলে জানায়। এদিকে গ্রাম্য হাট বাজার গুলোয় এখন প্রচুর পরিমান দেশীয় মাছ বিক্রির জন্য উঠছে। আজ বৃহস্পতিবার সকালে নাগরৌহা বাজারে এক কেজি দেশীয় পুটি ৮০ টাকা দরে কেনা বেচা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments