শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: ৫ মরদেহ উদ্ধার

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: ৫ মরদেহ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৯ ঘণ্টা পর শনিবার (২৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা কোরালীয়া লঞ্চ ঘাট থেকে ১৮ যাত্রী নিয়ে আগুনমুখা নদীতে গলাচিপা উপজেলার পানপট্টির উদ্দেশে রওনা দেয় স্পিডবোটটি। বৈরী আবহাওয়ার কারণে নদীর মাঝখানে গেলে স্পিডবোটের তলা ফেটে যায়। এতে ১৩ জন সাঁতরে নদীর মাঝখানে চরে এবং অনেকে সাঁতরে তীরে উঠে আসেন। বাকি পাঁচজন নদীর স্রোতে ভেসে যান।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রাঙ্গাবালী থানার কনস্টেবল হিসেবে কর্মরত বাকেরগঞ্জ থানার জিরাইল গ্রামের মৃত রহমানের ছেলে মহিবুল হক (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালী শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত পটুয়াখালী থানার আউলিয়াপুর এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার বাউফলের কাশিপুরের লক্ষ্মীপাশা গ্রামের সাজাহান সিকদারের ছেলে কবির হোসেন (৩০), রাঙ্গাবালীতে সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত পটুয়াখালীর ময়দান মাদ্রাসা এলাকার রহিম হাওলাদারের ছেলে হাসান (৩৫) ও একই কাজে কর্মরত বাউফল থানার জয়গোড়া এলাকার মৃত আলম হাওলাদারের ছেলে ইমরান (৩৪)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments