শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামেহেন্দিগঞ্জে হাত-পা বাধা অবস্থায় এনজিও কর্মীর স্ত্রীকে উদ্ধার

মেহেন্দিগঞ্জে হাত-পা বাধা অবস্থায় এনজিও কর্মীর স্ত্রীকে উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের উদয়পুর গ্রামে হাত-পা বাধা অবস্থায় এক এনজিও কর্মীর স্ত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এনজিও আশা’র মাঠকর্মী জামাল হোসেনের স্ত্রীকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়। জামাল হোসেনের বাড়ির উজিরপুর উপজেলায়। সে এনজিও আশা’য় কর্মরত থাকায় উদয়পুর গ্রামের সালাহ উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতো। রবিবার তিনি অফিসে এবং তার মেয়ে মোহনা প্রাইভেট পড়তে গেলে দুর্বৃত্তরা কৌশলে ঘরে ঢুকে জামাল হোসেনের স্ত্রীর হাত-পা বেধে মূল্যবান কাগজপত্র ও মালামাল লুট করে। জামাল হোসেনের মেয়ে প্রাইভেট থেকে ফিরে ঘরের জিনিসপত্র তছনছ এবং মাকে অজ্ঞান অবস্থায় হাত-পা বাধা দেখে ডাকচিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। মালামাল ও কাগজপত্র লুট ছাড়া অন্য কিছু ঘটেছে কিনা তা জানে না কেউ। এরিপোর্ট লেখা পর্যন্ত জামাল হোসেনের স্ত্রীর জ্ঞান ফেরেনি। এব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments