শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ার বালুখালীর শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ছৈয়দ নুর কারাগারে

উখিয়ার বালুখালীর শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ছৈয়দ নুর কারাগারে

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর শীর্ষ অপকর্মের হোতা,বহু মামলার আসামী ছৈয়দ নুর বাহিনীর প্রধান ছৈয়দ নুর একটি মারামারির মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে গেছে। ১ নভেম্বর কক্সবাজার জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে বালুখালীর পানবাজারে গত ২৪ অক্টোবর সকালে দফায়-দফায় পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর উপর হামলার ঘটনায় উখিয়া থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেন।ঘটনায় জড়িত তাঁর বাহিনীর অন্যান্য সদস্যদের জামিন মঞ্জুর করলেও ছৈয়দ নুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।এদিকে ছৈয়দ নুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়ার খবর শুনে বালুখালীতে নিরীহ-সহজ সরল শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।অনেকেই সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণও করে।ছৈয়দ নুর কারাগারে গেলেও তাঁর বাহিনীর অপরাপর সদস্যদের অপকর্ম থেমে নেই।স্থানীয় জনসাধারণের অভিমত ছৈয়দ নুর বাহিনীর অন্য সদস্যদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিলে বালুখালীতে অনেকটা শান্তিময় পরিবেশ বিরাজ করবে বলে জানান।ছৈয়দ নুর বাহিনীর সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসী আকবর আহমদ, রিদুয়ান সিদ্দিক, আবু তাহের, ফরিদ আলম, জিয়াউল হক বাপ্পি,জাফর আলম,সোনা মিয়া, বুজুরুস মিয়া,আলমগীর, নুর আলম, ইকবাল হোসেন, মোহামমদুল হক,আশিক সহ প্রায়ই মাদক ব্যবসা সহ বহুমুখী অপকর্মে জড়িত বলে স্থানীয় সুত্রে প্রকাশ।মাদকমুক্ত বালুখালী গড়তে তাদের কে আইনের আওতায় আনা জরুরী বলে মনে করছেন উখিয়া বাসি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments