শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁও থেকে ছিনতাই হওয়া ২শ’৫৯ বস্তা চিনি পাবনার ঈশ্বরদীতে উদ্ধার, আটক ৩

সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া ২শ’৫৯ বস্তা চিনি পাবনার ঈশ্বরদীতে উদ্ধার, আটক ৩

স্বপন কুমার কুন্ডু/কামাল সিদ্দিকী: ছিনতাই হওয়া ২শ’৫৯ বস্তা চিনি পাবনার ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী তজম আলীর গোডাউন ও কোহিনূর বেকারীর কারখানা থেকে উদ্ধার হয়েছে। বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে চিনি ও একটি ট্রাক এবং তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার সুমন প্রামাণিক (৩৫), বাজারের ব্যবসায়ী তজম আলী (৪৩) ও কোহিনূর বেকারীর মালিক নাসিরের ছেলে জুবায়েদ আহম্মেদ লিংকন (২৪)। নারয়নগঞ্জের সোনারগাঁও থানার ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবীর মোল্লা ও পাবনা ডিবির পরিদর্শক এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে এবং ঈশ^রদী থানার সহযোগতিায় এই অভিযান চালানো হয়। সোনারগাঁও থানার মামলার উদ্ধৃতি দিয়ে ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবীর মোল্লা জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় ট্রাক ড্রাইভার সুমনের ঢাকা মেট্রো ২০-৮৫১৪ নং ট্রাকে মেঘনা সুগার মিলের ৩শ’২০ বস্তা চিনি সিলেটের এসএ ট্রেডার্সে পাঠানো হয়। এই চিনির দাম প্রায় সাড়ে নয় লাখ টাকা। কিন্তু ট্রাক ড্রাইভার সিলেটে না যেয়ে চিনি নিয়ে উধাও হয়। এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা দায়ের হয়। দায়েরকৃত অভিযোগে মামলার ভিত্তিতে ট্রাকসহ চালক সুমনকে আটক করা হলে সে ঈশ^রদীতে চিনি বিক্রির কথা স্বীকার করে। সুমনের তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ঈশ^রদী বাজারের চাঁদ আলীর মোড়ে তজম আলীর গোডাউন হতে শ’১৫২ বস্তা চিনিসহ তাকে আটক করা হয়। পরে তজম আলীর দেয়া তথ্য অনুযায়ী কোহিনূর বেকারীর কারখানা হতে ১শ’৭ বস্তা চিনি উদ্ধার ও জুবায়েদ আহম্মেদ লিংকনকে গ্রেফতার করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments