মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় শ্রমিকলীগ নেতার হাত কর্তন, আটক ২

কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার হাত কর্তন, আটক ২

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি মো.জুয়েল প্যাদা’র (৩৫) হাত কর্তন করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করে । পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় । পুলিশ ঘটনার সাথে জড়িত মো.বসির চৌকিদার (৫০) এবং সোহেল হাওলাদার (৩৮) নামে দু’জনকে আটক করেছে। থানায় মামলা দায়ের হয়েছে । গতকাল বুধবার (০৪ নভেম্বর) রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সশস্ত্র একদল দূবৃত্ত জুয়েলের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পা, দুই হাত জখমের পর বাম হাতের কব্জি কেটে নেয় সশস্ত্র দূবৃত্তরা। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলের উপর হামলার প্রতিবাদে ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেন, গাজী মশিউর রহমান মামুন গাজী,নীলগঞ্জ ইউনিয়ন সভাপতি মুহ: শাহরুল ইসলাম লিটন, টিয়াখালী ইউনিয়ন সভাপতি মো: রিয়াজ আকন, সহসভাপতি মো: আবুল কালাম মৃধা, মিঠাগঞ্জ ইউনিয়ন সাধারন সম্পাদক মো: বাদশা হাওলাদার, লালুয়া ইউনিয়নের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন গাজী প্রমূখ। বক্তারা শ্রমিক লীগ নেতার উপর হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিজেদের দ্বন্দের কারনে এমন ঘটনা ঘটেছে । পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা ও গরু জবাইয়ের একটি ছুড়ি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments