বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

রেজাউল ইসলাম পলাশ: রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও তাদের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ী-বলারজোর সড়কের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ঘিগড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে ফ্রান্স সরকারকে প্রকাশ্যে মুসলমাদের কাছে ক্ষমা চাওয়ার আহবান করেন। বক্তারা আরো বলেন বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবনার মাধ্যমে ফ্রান্সের ধৃষ্টতার জন্য ক্ষমা চাওয়া ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহ্বান করেন। স্থানীয় জাগ্রত যুব সমাজ ও তাওহীদি জনতা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। মাওলানা জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তাওহীদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুুর রহমান, প্রধান শিক্ষক মুবিনুল ইসলাম, হাফেজ মাওলানা মাসউদুর রহমান ও মাসউদুর রহমান মিলন প্রমূখ। ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ৪ শতাধিক মুসল্লিগন অংশ গ্রহন করেন। সাধারণ মুসল্লি ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ এ বিক্ষোভে অংশ নেয়। এসময় প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments