বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বর্ণিল আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুরে বর্ণিল আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বর্ষপূতি উপলক্ষে পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে রংপুর জেলা ও মহানগর যুবলীগ। কর্মসূচীর প্রতিটি আয়োজনে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সকালে নগরীর বেতপট্টি মোড় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী যুবলীগ। পরে সেখানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলের নেতা-কর্মীরা। পরে দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয় থেকে ঘোড়ার গাড়িতে করে বাদ্য যন্ত্রের তালে তালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু চত্ত¡রে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুলের শ্রদ্ধাঞ্জলী জানায় জেলা ও মহানগর কমিটি যুবলীগের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষ¥ীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী যুবলীগের সদস্য ডিজেল আহমেদ, রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার, যুবলীগ নেতা সৈকত হোসেন সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন- রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। পরে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে জেলা আওয়ামী যুবলীগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments