বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাএএসপি শিপন হত্যার বিচার দাবিতে রংপুরে জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন

এএসপি শিপন হত্যার বিচার দাবিতে রংপুরে জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন

জয়নাল আবেদীন: রাজধানী ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিহত পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার বিচার দাবি করেছে রংপুর অঞ্চলে অবস্থানকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করাসহ নয়টি দাবি তুলে ধরেছেন তারা। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এএসপি আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ হাসপাতাল ক্লিনিকগুলো থেকে সুস্থ হয়ে ফিরে আসার স্বপ্ন দেখে। কেউ ভাবে তাকে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের হামলায় লাশ হতে হবে। কিন্তু আমরা মাইন্ড এইড হাসপাতালে এএসপি শিপনকে পিটিয়ে হত্যার দৃশ্য দেখলাম। এটা মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। এই ঘটনা স্বাস্থ্যখাতের বেহাল দশার প্রতিচ্ছবি। স্বাস্থ্যবিভাগের দুর্বলতা, তদারকি ও যথাযথ নির্দেশনা না থাকায় রোগীরা চিকিৎসা নিতে গিয়ে জিম্মি হচ্ছেন। অকালে প্রাণ হারাচ্ছেন।এতে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবির ৩৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মমিনুল ইসলাম, ৩৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আলী সোহাগ, বর্তমান শিক্ষার্থী ইরফান আজিজ শুভ, মাহির শাহরিয়ার, আয়েশা সিদ্দিকা প্রমুখ। মানববন্ধন সমাবেশ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে নিবন্ধনহীন, মানহীন হাসপাতালগুলো চিন্থিতকরণ, বেসরকারি ক্লিনিকগুলোতে নজরদারি বাড়ানো, দক্ষ জনবল নিয়োগ নিশ্চিতকরণ, দালালদের দৌরাত্ম কমানো ও পুলিশ প্রশাসনসহ সরকারি সকল দপ্তরে মানসিক সাপোর্ট সেল নিশ্চিত করতে হবে। প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মানসিক পিড়াদায়ক হতে পারে তা বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপনের পরিবারের ভরণপোষণের দায়- দায়িত্ব সরকারকে নিতে হবে।উল্লেখ্য, আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণি বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি মানসিক চিকিৎসার জন্য গত সোমবার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে যান। কিন্তু চিকিৎসার বদলে সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে তার পরিবার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments