বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভুঞাপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ভুঞাপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আব্দুল লতিফ তালুকদার: ২০২০-২১ অর্থ বছরের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রবি-খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১০ হাজার ৫’শ ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ধরণের বীজ প্রদানের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি অফিসার আল-মামুন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিকসহ অন্যান্যরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, এ বছর বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ১০ হাজার ৫'শ ৬০ জন

কৃষককে মসুর, খেসারি, গম, ভুট্রা, পেয়াজ, টমেটো, মরিচ, সূর্যমুখী, চিনা বাদাম, বোরো ধান ও সরিষাসহ ইত্যাদি ধরণের প্রণোদনা প্রদানসহ সার প্রদান করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments