রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় হাট চলাকালে দু’পক্ষের সংঘর্ষ আহত ৮

উল্লাপাড়ায় হাট চলাকালে দু’পক্ষের সংঘর্ষ আহত ৮

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব গোলযোগের জের ধরে গয়হাট্টা হাটে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন কম-বেশি আহত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার হাট চলাকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারের দলের সঙ্গে মারুফ তালুকদারের দলের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠি, রামদা, হাতুড়ি ব্যবহার করে। আহতরা হলো-মুসা (৪২), মুসলি (৩২), রতন (১৮), ওমর (১৬), সামিউল (১৪), সোহান (১২), মজনু (৫৫)। আহতরা সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, উভয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও গোষ্ঠীগত বিবাদ চলে আসছে। এর রেশ ধরে সংঘর্ষ হয়। উভয়পক্ষ উল্লাপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments