বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে যমুনায় ১৫টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

ভূঞাপুরে যমুনায় ১৫টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে স্থাপিত অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। গত দুইদিনে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি বাংলা ড্রেজারের মেশিন ও পাইপ ভাঙচুর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন বুধবার ও বৃহস্পতিবার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, যমুনা নদীর বঙ্গবন্ধুসেতু ও ক্যান্টনমেন্ট সংলগ্ন লেংড়া বাজার জাহাজমারা ঘাট থেকে গোবিন্দাসী ঘাট পর্যন্ত ৭টি ড্রেজার এবং গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা থেকে জগৎপুরা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ৮টি অবৈধ বাংলা ড্রেজার ভাঙচুর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, ভ্রাম্যমাণ আদালতের আগমন সংবাদে অবৈধ বালু উত্তোলণকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments