বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলারেড ক্রিসেন্টের উদ্যোগে চৌহালী বেলকুচিতে ১৪০ পরিবারকে তাবু ঘর প্রদান

রেড ক্রিসেন্টের উদ্যোগে চৌহালী বেলকুচিতে ১৪০ পরিবারকে তাবু ঘর প্রদান

মারুফা মির্জা: আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারের মাঝে সেল্টার টুল কিট্ধসঢ়;স (তাবু ঘর) বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌহালীর বেতিল মহুমুখী উচ্চ বিদ্যালয় চত্তর ও বেলকুচি পৌরসভা চত্তর থেকে প্রধান অতিথি হিসেবে তা বিতরন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এসময় বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি রবিউল ইসলাম, তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, আওয়ামীলীগ নেতা সিরাজুল আলম মাষ্টার, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন। তখন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, আমরা ৭১-এ মহান মুক্তি সংগ্রামে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যাবার প্রস্তুতি নিয়েছিলাম। তখন ভারত আমাদের আশ্রয় দিয়ে সাহায্য করেছে। সেই দিনের কথা ভোলেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের দামাল ছেলেরা। তাই আমরাও নিপেড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন বঙ্গবন্ধু। তাই তার সেই আদর্শ বুকে নিয়েই আমাদের কর্মপন্থা ঠিক করে সকল মানবতায় উদ্ধুব্ধ হতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments