শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রায়পুরে স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। রবিবার (০৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চর আবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের পশ্চিমে বেরিবাঁধের পাশে রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী, পাথর, সিলেকশন বালু সরিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসুফ এন্টারপ্রাইজ। ভবনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার বিষয়ে স্থানীয়রা জানান, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজসে অনিয়ম করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, এক কোটি ০৪ লাখ টাকা ব্যয়ে রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২য় তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ দরপত্রের মাধ্যমে পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসুফ টের্ডাস। ভবন নির্মাণ কাজের শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন অভিভাবক ও স্থানীয়রা। অভিভাবকদের অভিযোগ, শিডিউলে ঢালাই কাজে এক নম্বর সিমেন্ট দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে দুই নম্বর সিমেন্ট, উন্নতমানের স্টোন চিপসের পরিবর্তে দেওয়া হচ্ছে নিম্নমানের ভোতা পাথর। রডও কম দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে ডাস্ট ও মাটি মিশ্রিত বালু। স্থানীয় সূত্র জানায়, নিম্নমানের কাজ হওয়ায় সাবেক কয়েকজন ছাত্র, শিক্ষক, কর্মচারি ও অভিভাবকরা একাধিকবার সহকারি শিক্ষা প্রকৌশলীকে জানানোর পর এক পর্যায়ে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ২৫ নভেম্বর-সহকারী প্রকৌশলী সাইটে গেলে বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ইউসুফ মোবাইল ফোনে বলেন, ফেব্রুয়ারী মাসে ১ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে কাজটি পাই। তবে দুটি কক্ষ নির্মান বাতিল হলে ৮৪ লাখ টাকার কাজ শুরু করি। দ্বিতলা স্কুল ভবনের নীচ তলার তিনটি কক্ষ সংস্কার ও দ্বিতলা ভবনের তিনটি কক্ষ, ওয়াসবল্ক, সিঁড়ি কক্ষ ও বারান্দার রেলিং নির্মাণের কাজ করি। দোতলার বারান্দার রেলিংয়ে কিছুটা সমস্যা হলেও পরে ঠিক করে দিয়েছি। লক্ষ্মীপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, স্কুল ভবন নির্মাণে নিম্নমানের কংকর ও রড ব্যবহার করা ও কম না দেয়ার জন্য ঠিকাদারকে নিষেধ করা হয়েছিলো। সে, না মানায় তার কাজ বন্ধ রাখা ও সতর্ক করা হয়েছিলো। ঠিকাদার যখন অনিয়ম করে ভবনের কাজ শেষে স্কুল শিক্ষক ও কর্তৃপক্ষ আমাকে জানান। আমি একাই জেলার দায়িত্বে রয়েছি। রায়পুর উপজেলায় ২৬ টি স্কুলের কাজ চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments