শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদের মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদের মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিমল কুন্ডু: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ শনিবার শাহজাদপুরে মুক্তিযোদ্ধারা মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্তিযোদ্ধাদের এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে মণিরামপুর বাজারের প্রধান সড়কে মানববন্ধন পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কুদরতি, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বিআরডিবি এর চেয়ারম্যান লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক অধ্যক্ষ তাহসিন হোসেন, যুগ্ম আহবায়ক সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ও সংবিধান পরিপন্থী। তারা অবিলম্বে ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারী মৌলবাদীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপজেলার শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments