শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে মহান বিজয় দিবস পালন

ভূঞাপুরে মহান বিজয় দিবস পালন

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় স্তম্ভভে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধ ভিক্তিক আলোচনা সভা। জাতির শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন। সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, লোকমান ফকির মহিলা ডিগ্রি

কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী, এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments