শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশ্রদ্ধা ও ভালবাসায় শহীদদের স্মরণে পাবনায় মহান বিজয় দিবস পালন

শ্রদ্ধা ও ভালবাসায় শহীদদের স্মরণে পাবনায় মহান বিজয় দিবস পালন

কামাল সিদ্দিকী: শ্রদ্ধা ও ভালবাসায় শহীদদের স্মরণে পাবনায় সর্বত্র পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে জেলার সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যাবিধি মেনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। ১৬ ডিসেম্বর সকাল আটটায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তোপধ্বনী, সালাম প্রদান ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয়। পরে পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাবনা প্রেসক্লাব, জেলা পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্ররীগ, আওয়ামী মহিলা যুবলীগ, অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরি, পাবনা কলেজ, ইউনিভার্সাল গ্রুপ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জাসদ, জেলা বিএনপি, সরকারি এডওয়ার্ড কলেজ, জেলা স্কুল, শহীদ বুলবুল কলেজ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, পৌরসভা, জনস্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, বিটিসিএল, রাইফেল ক্লাব, হিউম্যান রাইটস্ধসঢ়; ডিফেন্ডার নেটওয়ার্ক, প্রতীক মহিলা ও শিশু সংস্থা, রোটারী ক্লাব, রূপকথা গ্রুপসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, নানা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা পাদদেশে পুষ্পস্তবক অপর্ন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ বক্তব্য দেন। এ সময় সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সিনিয়র সদস্য এইচ কে এম আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, অর্থ সম্পাদক শুশিল তরফদার, যুগ্ম সম্পাদক আহমেদ হুমায়ুন কবির তপু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, রিপোটার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সদস্য আরিফ আহমেদ সিদ্দিকী, এটিএন নিউজের রিজভী জয়সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলার ৯ উপজেলাতেই সরকারি বেসরকারি ভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। জেলার অধিকাংশ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সরকারি ভাবে ও স্থানীয় মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়েছে। এছাড়াও পৃথক পৃথক আলোচনা সভাসহ নানা আয়োজন রয়েছে দিবস ঘিরে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments