শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

সাঁথিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ৪৯তম মহান বিজয় দিবসের রাতে মনোমুগ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে উপজেলার করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচির গ্রামের বাড়ি বায়া গ্রামে ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলাটি অনুষ্ঠিত হয় । লাঠিখেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু এমপি। কালক্রমে হারিয়ে যাওয়া লাঠিখেলা দেখতে ভিড় করে নানা বয়সের নারী পুরুষ। সন্ধ্যা হতেই শুরু হয় খেলা। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এক পর্র্যায়ে প্রধান অতিথি এ্যাড.শামসুল হক টুকু এমপি ও বিশিষ্ট শিল্পপতি মোকছেদ আলম বাগচি খেলায় অংশ গ্রহণ করেন। আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা। বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা অবধি চলা লাঠি খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ১২জন লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments