শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে অবৈধ ইট ভাটা জামান ও রিপন ব্রীক্সের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে...

কেশবপুরে অবৈধ ইট ভাটা জামান ও রিপন ব্রীক্সের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন

জি.এম.মিন্টু: কেশবপুরে অবৈধ দুটি ইট ভাটা উচ্ছেদের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পুরুন হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার সকালে স্থাণীয় প্রশাসনের সহযোগীতায় পরিবেশ অধিদপ্তরে (ঢাকা) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও কেশবপুর উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ঐ দুই ইট ভাটার বিরুদ্ধে উচেছদ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উপজেলার সাতবাড়িয়া প্রধান সড়ক সংলগ্ন সুপার ব্ধসঢ়;্রীক্স নামে ফারুক হোসেন ও বেগমপুর বাজার সংলগ্ন রিপন ব্রীক্স নামে আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক গং লোকালয় সংলগ্ন কৃষি জমির উপর প্রভাব খাঁটিয়ে ভাটা নির্মাণ করে অবাদে ইট পুড়িয়ে আসছিল। এ অবৈধ ভাটা নির্মাণের প্রতিবাদে সচেতন এলাকাবাসি দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে ভাটা বন্ধের দাবিতে অভিযোগ করে আসছিল। এ অভিযোগের প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর’ সকালে পরিবেশ অধিদপ্তরের (ঢাকা) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও কেশবপুর উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ইরুফা সুলতানা ঐ দুই ভাটায় ভ্রাম্যমান অভিযান চালায়। এসময় ভাটা মালিকদের কাছে পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন না থাকায় প্রথমে ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে দিয়ে পরে বুলডোজার দিয়ে ঐ অবৈধ ভাটা দুইটির ইট পুড়ানোর চিপনি গুড়িয়ে দেয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ ভাটা দুইটির সকল কায্যক্রম বন্ধ ঘোষনা করেন। এসময় কেশবপুর থানা পুলিশের একটি টিম ও ভুমি অফিসের সহকারী মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। এ বিষয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা জানান, পর্যায়ক্রমে উপজেলার অনুমোদনহীন ভাটামালিকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments