বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে বসত বাড়িতে অগ্নিকান্ড, সর্বশান্ত পরিবারটি শীতে খোলা আকাশের নীচে

রাজাপুরে বসত বাড়িতে অগ্নিকান্ড, সর্বশান্ত পরিবারটি শীতে খোলা আকাশের নীচে

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার দুপুর দেরটার দিকে বড় কৈবর্তখালী ৪নং ওয়ার্ডের মুনসুর সিকদারের বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মরহুম আশ্রাব আলী সিকদারের ছেলে। মুনসুর সিকদার জানান, একটি শব্দ হয়ে বসত ঘরে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগে তার ঘরে থাকা মালামাল সহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। রাজাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছোবাহান বলেন বেলা ১ টা৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস যৌথ চেষ্টার পরে ও বসতঘর সহ গৃহের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছেন রাজাপুর থানা পুলিশ। অগ্নিকান্ডের ঘটনা শুনে ছুটে যান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি শীতে খোলা আকাশের নীচে সর্বশান্ত হারিয়ে বসে আছে। রাজাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ বলেন, বর্তমানে টিন বা কম্বলের স্টক নেই। কম্বল বা ঢেউ টিনের কোন বরাদ্ধ এখন পর্যন্ত পাইনি, এ জন্য ঢেউটিন বা কম্বল দিয়ে সহযোগীতা সম্ভব হয়নি। তবে ডি ফরম পূরন করে দিলে পরে সহযোগীতা দেয়া যেতে পারে। গৃহকর্তা মুনসুর সিকদার সর্বস্ব হারিয়ে পাগল পাড়া। রিপোর্ট লেখা পর্যন্ত অসহায় পরিবারে কেহ কোন সাহায্যের জন্য এগিয়ে আসার খবর পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments