শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ নারী নিহত, আহত ৩

শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ নারী নিহত, আহত ৩

বিমল কুন্ডু: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরে উপজেলার পাড়কোলা বাসস্ট্যান্ডের অদূরে আজ শুক্রবার সকালে মাল বোঝাই পিকআপ ও যাত্রীবাহী অটোভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছালেকা বেগম (৬০) ও কাজলী বেগম (৫৮) নামে একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ছালেকা বেগমের ছেলে আনছার আলী (৩৮), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০) ও ৭ বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহত ছালেকা বেগম পাড়কোলা গুচ্ছ গ্রামের মৃত আনিস শেখ ও নিহত কাজলী বেগম একই গ্রামের মৃত চাদু শেখের স্ত্রী। ঘটনাস্থল ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, সকাল ৬ টার দিকে পাড়কোলা বাসস্ট্যান্ড থেকে একই পরিবারের ওই ৫ জন অটোভ্যান যোগে শাহজাদপুর উপজেলা সদরে আসছিল। পথিমধ্যে কাঁঠালতলা নামক স্থানে নগরবাড়িগামী একটি মাল বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো ঠ-১১-৯০৬২) পিছন থেকে ওই ভ্যানকে সজরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানের আরোহীদের মধ্যে ছালেকা বেগম ও কাজলী বেগম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শাহজাদপুর থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের অবস্থার অবনতি হলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল দেবনাথ জানান, মাল বোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments