শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৩৭জন বীরাঙ্গনা ও নির্যাতিতাকে ফিরেদেখা সংগঠনের সম্মাননা প্রদান

রংপুরে ৩৭জন বীরাঙ্গনা ও নির্যাতিতাকে ফিরেদেখা সংগঠনের সম্মাননা প্রদান

জয়নাল আবেদীন: সাহিত্য-সংস্কৃতি, সামাজিক সংগঠন ফিরেদেখা’র আয়োজনে ও আমেরিকা প্রবাসী কবি সিনথিয়া খানের প্রধান পৃষ্ঠপোষকতায় বৃহত্তর রংপুরের ১৫ জন বীরাঙ্গনা ও ২০ জন ৭১’র নির্যাতিতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফিরেদেখা’র দাতাসদস্য সিনথিয়া খানের প্রজাপতি মন কাব্যগ্রন্থের বিক্রয়লব্ধ অর্থে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা সাকিলের সঞ্চালনায় বীরাঙ্গনা ও নির্যাতিতা সম্মাননা ২০২১ অনুষ্ঠানে ৩৭ জনকে নগদ অর্থের খাম, শীতের পোশাক, খাবার প্রদান করা হয়। অনুষ্ঠানে ফিরেদেখা উপদেষ্টা রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, ফিরেদেখা’র উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খান, লেখক মনোয়ারা বেগম, সাহিত্যিক ও অনুবাদক মোস্তাফা তোফায়েল, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, মুক্তিযোদ্ধা মমতাজ পারভীন, কবি রানা মাসুদ, ভাস্কর ও গল্পকার অনীক রেজা, স্বাত্বিক শাহ আল মারুফ, সহসভাপতি এএসএম হাবিবুর রহমান, কবি তাসমিন আফরোজ, সহ সাধারণ সম্পাদক সাহিনা সুলতানা, সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, সহ সাহিত্য সম্পাদক মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান, সদস্য দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হামিদা শারমিন, সহগণযোগাযোগ সম্পাদক আবির, সদস্য শারমিন আক্তার, লেখক মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকার, লেখক আল আমিন রহমান, কবি মামুন উর রশীদ, হায়াত মাহমুদ মানিক, লাবণী প্রমুখ । বীরাঙ্গনাদের মধ্যে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন রংপুরের রূপালী রানী সিংহ- গেজেট ১৭১, মনছুরা খাতুন- গেজেট ৮০৬৬, কুড়িগ্রামের ফাতেমা বেগম- গেজেট ১৬৬, খুকি বেগম- গেজেট ১৬৮, মজিদা বেগম- গেজেট ১৬২, গেন্দী বেওয়া- গেজেট ১৭০, শ্রীমতি তরু বেওয়া- গেজেট ১৬৫, বছিরন বেগম- গেজেট ১৬৪, খোতেজা বেগম- গেজেট ১৬৭, সালেহা বেগম- গেজেট ১৬৩, দেলো বেওয়া- গেজেট ১৬০, লালমনিরহাটের জ্ঞানবালা- গেজেট ১৯৮, মোসলেহা বেগম- গেজেট ১৯৭, রেজিয়া- গেজেট ১৯৬, শেফালী রানী- গেজেট ১৯৫। গেজেটভুক্ত নয় এমন ৭১ এর নির্যাতিতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সুরজ্জন বেওয়া, আবিরন বিবি, মেহেরজান, আছমা বেগম, খোতেজা বেগম, সাহেরণ বিবি, আয়শা বেগম, ময়না বেগম, সৈয়দপুরের মর্জিনা বেগম, আয়েশা বেগম, কিরণ বালা, গেনো দা বর্মনী, ললিতা রাণী, বেগম আরা, নসিবন বেওয়া, রেজিয়া বেগম, সন্দেশ হাপন, নবিয়া খাতুন, আজিমা, আজিফা,

নূরজাহান, ছবিয়া।অনুষ্ঠানে ভার্চুয়াল অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেনট কবি সিনথিয়া খান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments