বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ৪২টি কেন্দ্রে করোনা টিকা দেয়া হবে

টাঙ্গাইলে ৪২টি কেন্দ্রে করোনা টিকা দেয়া হবে

আবুল কালাম আজাদ : টাঙ্গাইলে এক লক্ষ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। প্রাথমিক পর্যায়ে জেলার ১২টি উপজেলার ৪২টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে। সেজন্য জেলা পর্যায়ে টিকা দানকারীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা পর্যায়ে টিকাদানকারীদের প্রশিক্ষণ চলছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান,টাঙ্গাইলের মোট ৪২টি কেন্দ্রে টিকা দেয়া হবে। এর মধ্যে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নয়টি কেন্দ্র ও বাকি ১১টি উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে টিকা কেন্দ্র করা হবে। টিকাদানকারীদের প্রশিক্ষণ শেষ করে খুব শীঘ্রই টিকা দেওয়া শুরু করা হতে পারে। এরমধ্যে টিকাদানকারীদের প্রশিক্ষণ শুরু হয়ে জেলা পর্যায়ে ৬৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ের টিকাদানকারীদের প্রশিক্ষণ চলছে।প্রথমে টিকাদানকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের টিকা দেওয়া হবে। এক্ষেত্রে সরকার কর্তৃক নির্দেশিত ফ্রন্ট লাইনাররা অগ্রাধিকার পাবেন। উল্লেখ্য,গত ২৯ জানুয়ারি (শুক্রবার) শুক্রবার সকালে প্রথম ধাপে জেলায় ১২ হাজার ভায়ালে এক লাখ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছাছে। আমদানিকারক বেক্সিমকো ফার্মার কাছ থেকে গ্রহণ করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম। ভ্যাকসিন গ্রহণ করে তা যথানিয়মে কোল্ডরুমে সংরক্ষণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments