বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় খেতেই থাকছে ফুলকপি

উল্লাপাড়ায় খেতেই থাকছে ফুলকপি

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবজী ফসল কপি’র দাম একেবারেই কমে গেছে। সাধারণ খদ্দেরদের কাছে এর তেমন আর চাহিদা নেই। বাজারে চার থেকে ছয়টি কপি যার ওজন হবে প্রায় দশ কেজি তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ দশ থেকে পনের টাকায়। সরেজমিনে আজ বৃহস্পতিবার বিকেলে সবজী ফসল আবাদের জন্য নামকরা নাগরৌহা মাঠে গিয়ে দেখা গেছে বেশ ক্#৩৯;টি জমির কপি ফসল কৃষকেরা বিক্রির জন্য না তুলে ফেলে রাখা হয়েছে। এর পেছনে কৃষকদের তদারকি নেই। একাধিক কৃষকের কথায় তুলে বাজারে নিলেও কেউ সহজে কিনতে চায় না। তাই এভাবে ফেলে রাখা হয়েছে। স্থানীয় গ্রাম্য বাজারের একাধিক কাচা তরিতরকারি দোকানীর কথায় কেজি হিসেবে তো দুরের কথা দশ থেকে পনের টাকায় পাচ সাতটি বেচতে হচ্ছে । তাও খদ্দেরদের কাছে যেচে বিক্রি করতে হচ্ছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments