শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিক সম্মেলন

কলাপাড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিক সম্মেলন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্রচার কাজে বাঁধা ও হুমকি প্রদানের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটায় পৌরশহরস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,৩ফেব্রুয়ারী বুধবার থেকে নৌকা মার্কার প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনেছে। প্রতিদিনই তারা শহরে মোটরসাইকেল যোগে মহড়া দিয়ে বেড়াচ্ছে। এতে ভোটারদের মাঝে শঙ্কা বিরাজ করছে। সর্বশেষ শুক্রবার বিকালে পৌর ৬নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থীর স্ত্রী হাছিনা আক্তার আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রচার কাজে গেলে সন্ত্রাসী রাকিবুল ইসলামসহ অন্যান্যরা তাকে গালমন্দ ও হাত-পা কেটে পঙ্গু করে ফেলার হুমকি প্রদান করেন। লিফলেট ও স্টিকার ছিনিয়ে রাস্তায় ফেলে দেয়, এসময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এতে তার পরিবারের সকল সদস্য ও কর্মী- সমর্থকদের নিয়ে নানা শঙ্কা ও উৎকন্ঠায় ভোগছেন বলে তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের প্রতিকার এবং সন্ত্রাসী কার্যক্রম নিরসনে প্রয়োজনীয় আইনী ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবী তোলেন জগ মার্কা নিয়ে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহনকারী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম ব্যাপারী। এ ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার এসকল অভিযোগ ভিত্তিহীন ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা ও কৌশল বলে আখ্যায়িত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments