শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের শুনানি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের শুনানি অনুষ্ঠিত

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের শুনানি ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭ (ক) ধারার ব্যত্যয় ঘটিয়ে সুপারিশবিহীনভাবে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের গেজেটসমূহকে নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৩০ জানুয়ারি কোনো কোনো স্থানে পৌরসভা নির্বাচনের তারিখ নির্ধারিত থাকায় ওই দিন কোন যাচাই-বাছাই না হওয়ায় ঈশ্বরদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। শনিবার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ও লক্ষীকুন্ডা ইউনিয়নের তালিকা ভুক্ত ৬৯ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হয়।
এ সময় যাচাই-বাছাই কমিটির সভাপতি পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম মিন্টু, আমিনুর রহমান সদস্য ও সদস্য সচিব, উপজেলার নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাই-বাছাইয়ের জন্যই এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে এই যাচাই-বাছাই করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments